Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

সামাজিক বন বিভাগ, বগুড়া, পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অন্তর্ভূক্ত বন অধিদপ্তরের নিয়ন্ত্রনাধীন বগুড়া ও জয়পুরহাট জেলার জন্য বিভাগীয় দপ্তর।বগুড়া সামাজিক বন বিভাগের অধিক্ষেত্রাধীন অত্র জেলায় কোন রাষ্ট্রীয় বন ভূমি নেই। রাষ্ট্রীয় মালিকানাধীন কোন বনভূমি না থাকায় বৃহত্তর বগুড়া জেলায় বহুদিন যাবৎ বন বিভাগের প্রচলিত নিয়মানুগ ব্যবস্থাপনার আওতা বহির্ভূত থাকে। তদুপরি বিপুল চাহিদার প্রয়োজনে বনজ সম্পদের অপরিমিত উৎস এবং অপরিকল্পিত কর্তনের ফলে এতোদোঞ্চল বৃক্ষশূণ্য হয়ে পড়ে। কাজেই এই অঞ্চলে উৎপাদন ব্যবস্থা ও পরিবেশে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে নর্দান বন বিভাগের নিয়ন্ত্রণে ১৯৬২ সনে বৃক্ষ সম্পদ সম্প্রসারণের লক্ষ্যে বগুড়া জেলার শেরপুরে একটি কমিউনিটি গ্রোথ সেন্টার (Growth Centre) স্থাপন করা হয়। তারই ধারাবাহিকতায় জরুরী ভিত্তিতে স্থানীয় জনসাধারণের সচেনতা বৃদ্ধি, জ্বালানী কাঠ ও পশু খাদ্যের সরবরাহ, মরু প্রক্রিয়া বন্ধকরণ, পানি স্তরের নিম্নগামীতা রোধ এবং জলবায়ু ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার নিমিত্তে ১৯৮১ সনের ২৯ মে বগুড়া ও জয়পুরহাট জেলার সমন্বয়ে  সামাজিক বন বিভাগ, বগুড়া গঠিত হয়।