অনলাইনে সরকারি নাগরিক সেবাসমুহ প্রদানের একক প্ল্যাটফরম ‘মাইগভ’-এ বন অধিদপ্তরের নিম্নবর্ণিত ১৪টি নাগরিক সেবা লাইভ করা হয়েছে। আপনিও সেবা নিতে পারেন। সেবা নিতে নিচের লিংকে ক্লিক করুন।
অনলাইন সেবা প্রাপ্তির আবেদনের মূল পেজের লিংকঃ https://www.mygov.bd/services?
নির্দিষ্ট সেবার লিংকঃ
১। সরকারি বনাঞ্চলে গবেষণা কাজের অনুমতি প্রদান
২। সুন্দরবন ও অন্যান্য রক্ষিত এলাকায় শুটিং এর অনুমতি প্রদান।
৩। অনাপত্তিপত্র (NOC) প্রদান (জীবিত ও হিমায়িত কাঁকড়া রপ্তানি)
৪। বন্যপ্রাণী সংক্রান্ত গবেষণার অনুমতি প্রদান।
৫। গাছের চারা রপ্তানির অনাপত্তি (NOC) প্রদানের আবেদন
৬। হরিণ লালন-পালন খামারের জন্য লাইসেন্সের আবেদন পত্র
৭। হরিণ খামারীর জন্য ইস্যুকৃত লাইসেন্স/পজেশন সার্টিফিকেট নবায়নের আবেদনপত্র
৮। হরিণের পজেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্র
৯। কুমির লালন পালন খামারের জন্য লাইসেন্সের আবেদন পত্র
১০। কুমির খামারীর জন্য ইস্যুকৃত লাইসেন্স নবায়নের আবেদন
১১। কুমিরের পজেশন সার্টিফিকেটের জন্য আবেদন
১২। হরিণ/হাতি/কুমির লালন-পালন খামারের জন্য লাইসেন্সের প্রতিলিপির জন্য আবেদন
১৩। হরিণ/কুমির এর পজেশন সার্টিফিকেটের প্রতিলিপির জন্য আবেদন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস